মালদ্বীপে বসবাসরত কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের বিষয়েও আহ্বান জানান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ অনুরোধ জানান।
মালদ্বীপে মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কাজ করছেন বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক। এছাড়া দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও কর্মরত রয়েছেন।
হাইকমিশনার শিউনিন রশিদ জানান, মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে চিকিৎসা শিক্ষায় অধ্যয়ন করছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ মালদ্বীপের আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত।” বাংলাদেশে প্রথমবারের মতো কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করায় মালদ্বীপের হাইকমিশনারকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, “তার (হাইকমিশনার) অবস্থানকালে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার হবে।”
এদিকে, হাইকমিশনার জানান, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি বেড়েছে এবং কিছু বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা শুরু করেছে। গত বছর মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সংযোগের প্রতিফলন।”
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন হাইকমিশনার শিউনিন রশিদ। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধান উপদেষ্টার অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করেছে। মালদ্বীপ এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চায়।”
দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় নেতা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?