আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।সাম্প্রতিক অভিযান ও এর সফলতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "সফলতা বা ব্যর্থতা সাংবাদিকরাই মূল্যায়ন করবেন। তবে অভিযানের পরিকল্পনা অনুযায়ী যদি কোনো বাহিনীর সদস্য দায়িত্ব পালনে গাফিলতি করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তরের কেউ হোক। দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এই বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।"
এর আগে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিন বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?