মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি গত ২ জুলাই ২০২৫, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ১৯৭১ সালের রণাঙ্গনের সহযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ড. কামাল হোসেন।
ঢাকায় ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণকারী মোস্তফা মহসিন মন্টু ছিলেন একজন সংগ্রামী রাজনীতিক ও জাতীয় বীর। তিনি একাধারে মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদ সদস্য এবং গণফোরামের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও মুক্তিযুদ্ধের চেতনাবাহী সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে।
শোকসভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাহাবুদ্দিন সাহাব (বীর উত্তম), ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক), নূরুল আম্বিয়া, এডভোকেট প্রমুখ। বক্তারা মন্টুর সংগ্রামী জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?