প্রায় ছয় বছর পর সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহে এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে, যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের অতিরিক্ত সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আউটসোর্সিং কর্মীদের মাসিক বেতন সর্বনিম্ন ৫৭০ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ১০২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে বিদ্যমান পাঁচটি ক্যাটাগরির সঙ্গে আরও তিনটি নতুন ক্যাটাগরি সংযোজন করা হয়েছে, যা মূলত বিশেষায়িত পরিষেবা প্রদানকারীদের জন্য নির্ধারিত।
বর্তমানে সরকারি দপ্তরগুলোতে প্রায় ৬০ হাজার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে আরও ১০ হাজার আউটসোর্সিং কর্মী নিয়োজিত রয়েছেন। এই নির্দেশনার ফলে তারা বার্ষিক ১৫ দিন ছুটি, দুইটি উৎসব ভাতা, একটি নববর্ষ ভাতা এবং সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন। নারী কর্মীদের জন্য ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটির বিধানও যুক্ত হয়েছে।
নতুন পরিপত্রে স্থানভেদে তিনটি বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগর এলাকার জন্য। উদাহরণস্বরূপ, ক্যাটাগরি-১ এর কর্মীদের বেতন ঢাকা শহরে ২০,২১২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯,১১০ টাকা। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর, রংপুর এবং সাভারে কর্মরত একই ক্যাটাগরির কর্মীদের বেতন হয়েছে ১৯,০৮০ টাকা এবং অন্যান্য শহরে ১৮,৫১৪ টাকা।
নতুন তিনটি ক্যাটাগরির মধ্যে প্রথমটি সমাজবিজ্ঞানী, গবেষক, ম্যানেজারিয়াল এবং আইটি সার্ভিস প্রোভাইডারদের জন্য। তাদের বেতন ঢাকা শহরে হবে ৪২,৯৭৮ টাকা, বিভাগীয় শহরে ৪০,৩০২ টাকা এবং অন্যান্য অঞ্চলে ৩৮,৯৬৪ টাকা।
দ্বিতীয় ক্যাটাগরির অন্তর্ভুক্ত টেকনিশিয়ান, ফোরম্যান ও অ্যাসিস্ট্যান্ট ইনসপেকশন সার্ভিস প্রোভাইডাররা ঢাকায় ২৮,৩৬৯ টাকা, বিভাগীয় শহরে ২৬,৬৩৬ টাকা এবং অন্যান্য অঞ্চলে ২৫,৭৬৯ টাকা বেতন পাবেন।
তৃতীয় বিশেষ ক্যাটাগরির সহকারী প্রশিক্ষক ও সহকারী টেকনিশিয়ানরা ঢাকায় ২২,৫৯৮ টাকা, বিভাগীয় শহরে ২১,২৭৯ টাকা এবং অন্যান্য অঞ্চলে ২০,৬২০ টাকা বেতন পাবেন।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে জনবল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষত যেসব আউটসোর্সিং কর্মী আগে বঞ্চিত ছিলেন, তাদের জীবনমান উন্নয়নে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?