বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও সহজ ও নিরাপদ করতে অস্ট্রেলিয়াভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান কুইকসেন্ডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগের ফলে অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন একটি অ্যাপভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য উপায়ে রেমিট্যান্স পাঠাতে পারবেন।
২০ এপ্রিল ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মো. শাহীন ইকবাল, সিএফএ এবং কুইকসেন্ডের ফাউন্ডার ও সিইও মো. আবু সুফিয়ান।
চুক্তি অনুযায়ী, কুইকসেন্ড অ্যাপ থেকে পাঠানো রেমিট্যান্স ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের কাছে পৌঁছাবে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়, রিয়েল-টাইম এবং নিরাপদ পদ্ধতিতে। API ইন্টিগ্রেশনের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সংযুক্তি নিশ্চিত করা হয়েছে, যা গ্রাহকদের আরও সহজ ও ঝামেলাহীন সেবা দেবে।
কুইকসেন্ড, যার পরিচালনাকারী প্রতিষ্ঠান টেকওয়েস্ট প্রোপ্রাইটারি লিমিটেড, অস্ট্রেলিয়ান ট্রানজ্যাকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (AUSTRAC)-এর অধীন নিবন্ধিত একটি ফিনটেক প্রতিষ্ঠান। এটি দ্রুত ও সাশ্রয়ী মানি ট্রান্সফার সেবার জন্য বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশের সঙ্গে তাদের এই অংশীদারিত্ব মূলত অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে, যারা তাদের প্রিয়জনদের জন্য সহজ ও নিরাপদ উপায়ে অর্থ পাঠাতে চান।
চুক্তি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. শাহীন ইকবাল বলেন, "আমরা গর্বিত যে, প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ ডিজিটাল রেমিট্যান্স সেবা নিশ্চিত করতে পারছি। এই অংশীদারিত্ব আমাদের ‘টেক-ফরওয়ার্ড’ ব্যাংকিং দৃষ্টিভঙ্গিরই একটি উদাহরণ, যার মাধ্যমে আমরা গ্রাহকদের আরও সাশ্রয়ী, নিরাপদ এবং দ্রুত সেবা দিতে পারি।"
তিনি আরও বলেন, "আমরা মনে করি, এই ধরনের প্রযুক্তি-নির্ভর সেবার সম্প্রসারণ বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।"
বর্তমানে ব্র্যাক ব্যাংক ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দেশব্যাপী বিস্তৃত রেমিট্যান্স সেবা প্রদান করছে। এছাড়াও ব্যাংকটির ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও গ্রাহকরা রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন।
এই উদ্যোগটি শুধু প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিংকে উৎসাহিত করছে না, বরং দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা আরও শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?