clock ,

বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন সাবিনারা

বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন সাবিনারা

বাংলাদেশ নারী ফুটবলের চলমান অচলাবস্থার সমাপ্তি ঘটতে চলেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে আর খেলবেন না বলে প্রায় দুই সপ্তাহ ধরে বিদ্রোহ করে আসছিলেন নারী দলের শীর্ষস্থানীয় ফুটবলাররা। তবে অবশেষে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন এবং বাটলারের অধীনেই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ (রোববার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। তিনি বলেন, “আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে।

তবে অনুশীলনে ফিরতে কিছুটা সময় লাগবে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে বিদ্রোহী খেলোয়াড়রা থাকছেন না। তারা ছুটি নিয়ে ফিরে এসে অনুশীলন শুরু করবেন বলে জানান কিরণ। তিনি বলেন, “ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি। টিমও সেদিন আরব আমিরাতে চলে যাবে। সিনিয়র মেয়েরাও এই সময়ে ছুটিতে যেতে চাচ্ছে। এরপর তারা ক্যাম্পে ফিরবে এবং অনুশীলন শুরু করবে।

এর আগে, আজ দুপুরে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গে বৈঠক করেন কিরণ। সেখানে দ্রুত অনুশীলনে ফেরার তাগিদ দেন তিনি। আলোচনার একপর্যায়ে নিজেদের আল্টিমেটাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সাবিনা ঋতুপর্ণারা।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদমাধ্যমের কাছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন বিদ্রোহী ফুটবলাররা। তারা অভিযোগ করেন, বাটলার গালিগালাজ করেন, বডি শেমিং করেন এবং মানসিক নির্যাতন চালান। কোচ বহাল থাকলে অনুশীলনে যোগ দেবেন না বলেও জানিয়ে দেন তারা। এরপর পরিস্থিতি জটিল হয়ে উঠলে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন জমা দিলে কয়েক দফা আলোচনা হলেও বিদ্রোহী ফুটবলাররা তাদের অবস্থান বদলাননি। তবে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন।

কিরণ বিষয়টিকেভুল বোঝাবুঝিবলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “তারা বুঝতে পেরেছে যে, এটি ভুল বোঝাবুঝি ছিল। তারা একসঙ্গে অনুশীলন করবে, ক্যাম্পে থাকবে। যদি তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং অসন্তোষ থাকে, তাহলে কাজগুলো ভালোভাবে হবে না। এজন্য দুই পক্ষের সাথে বসে সেগুলো সমাধান করা হবে। মেয়েরা আমাকে বলেছে, ফিরে এসে তারা অনুশীলন করবে এবং চুক্তি স্বাক্ষর করবে। এটি আমাদের জন্য ইতিবাচক।

বিদ্রোহী ১৮ ফুটবলাররা হলেন: মনিকা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, শিউলি আজিম, তহুরা খাতুন, নিলুফার ইয়াসমীন নীলা, সাগরিকা, কৃষ্ণা রানী সরকার, স্বর্ণা, নাসরিন, সাথী, মাতসুশিমা সুমাইয়া সাবিনা খাতুন।

২৪ ফেব্রুয়ারি নতুনদের নিয়ে গড়া দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন কোচ পিটার বাটলার।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য