clock ,

প্রয়াত ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পাওয়া সাংবাদিক স্যার মার্ক টালি

প্রয়াত ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পাওয়া সাংবাদিক স্যার মার্ক টালি

বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। ৯০ বছর বয়সে আজ নয়াদিল্লিতে তিনি মৃত্যুবরণ করেন। বিবিসি হিন্দির এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মার্ক টালি ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন। পরের বছর ১৯৬৫ সালে তিনি ভারতের দিল্লিতে দায়িত্ব পান এবং সেখান থেকে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সংবাদ সংগ্রহ করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি একাত্তরের এপ্রিলের শেষ সপ্তাহে তখনকার পূর্ব পাকিস্তানে প্রবেশ করেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় পাকিস্তানি সরকার মাত্র দুই জন সাংবাদিককে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেয় এবং টালি তাদের একজন ছিলেন।

মার্ক টালি নিজে বলেছিলেন, ১৯৭১ সালে ঢাকা থেকে তিনি সড়ক পথে রাজশাহী যান। তিনি জানান, পাকিস্তানি সেনাবাহিনী সীমান্ত পর্যন্ত পৌঁছার পর তারা মনে করেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তখনই তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাঁর সঙ্গে তখন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ বিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ ছিলেন।

টালি আরও বলেছিলেন, “আমরা স্বাধীনভাবে ঘুরে দেখে পরিস্থিতি বোঝার সুযোগ পেয়েছিলাম, তাই আমাদের প্রতিবেদনগুলো বিশেষ গুরুত্ব পেয়েছিল। তখনই বোঝা যায় যে ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে আমি রাস্তার দুপাশে গ্রামগুলো পুড়ে যাওয়া দেখেছি।

মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ২০১২ সালে তাকেমুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাদেওয়া হয়। বিবিসি থেকে অবসরের পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করে গেছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য