clock ,

প্রতারণামূলক সিম নিবন্ধনে সংশ্লিষ্টতা সন্দেহে গ্রেফতার ৫২ জন

প্রতারণামূলক সিম নিবন্ধনে সংশ্লিষ্টতা সন্দেহে গ্রেফতার ৫২ জন

সিঙ্গাপুরে অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে সিম কার্ড নিবন্ধনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরও রয়েছে। পুলিশ জানায়, থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী পরিচালিত একটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ইতোপূর্বে পুলিশ ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (IMDA) সিম কার্ড নিবন্ধন প্রক্রিয়া কঠোর করার ঘোষণা দিয়েছিল, যা ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে

গত ২৩ জানুয়ারি এক বিবৃতিতে সিঙ্গাপুর পুলিশ জানায়, অ্যান্টি-স্ক্যাম কমান্ড এবং সাতটি পুলিশ ল্যান্ড ডিভিশনের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৬ থেকে ৩৮ বছর বয়সী ২২ জন পুরুষ ১৩ জন নারীকে গ্রেপ্তার করা হয়। ছাড়া আরও ১৭ জন (১৬ থেকে ৬৫ বছর বয়সী) তদন্তে সহায়তা করছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের বিভিন্ন খুচরা বিক্রেতার কাছ থেকে একসঙ্গে অনেকগুলো সিম কার্ড কিনতে বলা হয়। প্রতিটি নিবন্ধিত সিম কার্ডের বিপরীতে তাদের ১৫ থেকে ২০ সিঙ্গাপুর ডলার নগদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে তারা নিবন্ধিত ৩০ থেকে ৬৯টি সিম কার্ড একটি সংঘবদ্ধ চক্রের কুরিয়ারের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, স্থানীয় সিম কার্ড সাধারণত প্রতারণা, অবৈধ অর্থঋণ কার্যক্রম অসামাজিক কর্মকাণ্ডসহ নানা বেআইনি কাজে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে অপরাধী সিন্ডিকেটগুলো।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, কেউ জেনেবুঝে কোনো অপরাধ সংঘটনে সহায়তার উদ্দেশ্যে নিজের নামে নিবন্ধিত সিম কার্ড অন্যের কাছে সরবরাহ করলে সর্বোচ্চ ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা, সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের মুখোমুখি হতে হবে। স্ক্যাম সিন্ডিকেটের সদস্য বা তাদের নিয়োগকারীদের ক্ষেত্রে ন্যূনতম ছয়টি থেকে সর্বোচ্চ ২৪টি বেত্রাঘাতের বাধ্যতামূলক শাস্তির বিধান রাখা হয়েছে। স্ক্যাম মিউলদের ক্ষেত্রেও সর্বোচ্চ ১২টি বেত্রাঘাতের শাস্তি হতে পারে এবং তাদের নতুন সিম নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পুলিশ জনগণকে আহ্বান জানিয়েছে, কেউ যদি ধরনের অবৈধ সিম নিবন্ধনের সঙ্গে জড়িত সন্দেহজনক কোনো কার্যকলাপ সম্পর্কে জানেন বা সন্দেহ করেন, তাহলে পুলিশ হটলাইন ১৮০০-২৫৫-০০০০ নম্বরে ফোন করতে বা www.police.gov.sg/i-witness ওয়েবসাইটে তথ্য দিতে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য