clock ,

পানামার হোটেলে আটক ৩০০ মার্কিন অভিবাসীর মধ্যে রয়েছে ভারতীয়রাও

পানামার হোটেলে আটক ৩০০ মার্কিন অভিবাসীর মধ্যে রয়েছে ভারতীয়রাও

পানামার একটি হোটেলে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত প্রায় ৩০০ অভিবাসী আটকা পড়ে আছেন, যাদের মধ্যে ভারতীয়রাও রয়েছেন। এই অভিবাসীদের পানামার আটকে রাখা হয়েছে এবং তাদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। পানামা সরকার আন্তর্জাতিক কর্তৃপক্ষের সহায়তায় তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য অপেক্ষা করছে।


হোটেলে অবস্থানরত অভিবাসীরা জানালায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সাহায্যের আবেদন করছেন। তাদের হাতে লেখা বার্তাগুলোর মধ্যে ছিল:"Help" "We are not safe in our country" এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে এবং অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩০০ জনকে পানামায় পাঠিয়ে দেয়া হয়। তাদেরই পানামার একটি হোটেলে আটকে রাখা হয়েছে। এপি (AP) জানিয়েছে, আটক অভিবাসীরা মূলত এশিয়ার ১০টি দেশ থেকে এসেছেন। এর মধ্যে রয়েছে: ইরান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা,পাকিস্তান,আফগানিস্তান, চীন এবং অন্যান্য দেশের নাগরিক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পানামা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির আওতায় তারা বর্তমানে পানামার একটি হোটেলে অবস্থান করছেন। এসব অবৈধ অভিবাসীদের মধ্যে অন্তত ৪০ শতাংশ নিজ দেশে ফিরে যেতে চান না।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় ১৭১ জনের ফেরার ব্যবস্থা করা হলেও ১২৮ জন এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যারা যেতে অস্বীকৃতি জানাচ্ছেন, তাদের পানামার দারিয়েন প্রদেশের এক সুরক্ষিত কেন্দ্রে রাখা হবে।
পানামার প্রতিরক্ষামন্ত্রী ফ্র্যাঙ্ক আবরেগো জানিয়েছেন, হোটেলে রাখা হয়েছে অবৈধবাসীদের। তাদের খাওয়া-দাওয়া এবং চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প শিগগিরই অবৈধ অভিবাসীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের ফেডারেল তহবিল নিষিদ্ধ করতে একটি নির্বাহী আদেশ সই করবেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য