কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় পাকিস্তানি অ্যাথলেট আরশাদ নাদিমকে জ্যাভেলিন টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোয় সমালোচনার মুখে পড়েছেন ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট নিরাজ চোপড়া।
বিতর্কের কেন্দ্রে থাকা নিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানো ছিল খেলোয়াড় হিসেবে একজন সহকর্মীকে ডাকা, এর চেয়ে বেশি কিছু নয়।” তিনি দাবি করেন, পহেলগামের হামলার অন্তত দুই দিন আগেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।
কিন্তু হামলার পর ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, চিকিৎসা ভিসার সময়সীমা সীমিতকরণ এবং ভারতীয় নাগরিকদের পাকিস্তান সফর না করার পরামর্শসহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়। এসবের মাঝে আরশাদ নাদিম ভারতে না আসার ঘোষণা দিলে, চোপড়ার ওই আমন্ত্রণ নতুন করে সমালোচনার জন্ম দেয়।
নিরাজ বলেন, “গত ৪৮ ঘণ্টায় যেভাবে আমাকে ও আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে আমি মর্মাহত। আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও বলেন, “আমি বছরের পর বছর ভারতের হয়ে গর্বের সঙ্গে পতাকা বহন করেছি। আমাদের মতো সাধারণ মানুষকে অনুগ্রহ করে রাজনীতির খেলায় টেনে আনবেন না।”
এ বিতর্ক ঘিরে পুরনো একটি ঘটনা আবারও আলোচনায় উঠে এসেছে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে পাকিস্তানের আরশাদ নাদিম যখন ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জেতেন এবং নিরাজ চোপড়া ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপা জেতেন, তখন নিরাজের মা সরোজ দেবী বলেছিলেন, “সোনাজয়ীও আমাদের সন্তান, রুপাজয়ীও আমাদের সন্তান।”
এই মন্তব্য সেই সময় প্রশংসিত হলেও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে।
উল্লেখ্য, নিরাজ চোপড়া ভারতের একমাত্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট যিনি অলিম্পিকে সোনা জিতেছেন। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লিগেও শিরোপা জয় করে ভারতের ক্রীড়াঙ্গনে এক অনন্য নাম হয়ে উঠেছেন।
তবে রাজনৈতিক টানাপোড়েনের এই সময়ে নিরাজ-নাদিমের মধ্যকার ক্রীড়া-ভিত্তিক সৌহার্দ্য ভারতীয় সমাজে বিভক্ত প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?