clock ,

নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে

নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে

চলতি বছরের জুন থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করবে নেপাল। এই বিদ্যুৎ রপ্তানি জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাস ধরে চলবে। ২০২৪ সালে বাংলাদেশ, নেপাল এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নেপাল এই বিদ্যুৎ রপ্তানি করবে।

নেপালি সংবাদমাধ্যম নেপাল মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যেই ভারতের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ রপ্তানির বিষয়ে তথ্য জানান।

চুক্তির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, নেপাল ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ দশমিক ১৭ রুপিতে কিনবে, যা ভারতের সঞ্চালন লাইনের খরচও অন্তর্ভুক্ত।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য