clock ,

দক্ষিণ কোরিয়া ভিসা প্রার্থীদের মানববন্ধন: ৯ দফা দাবি তুলে ধরলেন ইপিএস কর্মীরা

দক্ষিণ কোরিয়া ভিসা প্রার্থীদের মানববন্ধন: ৯ দফা দাবি তুলে ধরলেন ইপিএস কর্মীরা

দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণের জন্য ইপিএস (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) কর্মীরা ৯ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার। এই মানববন্ধনে বক্তারা বলেন, ইপিএস সিস্টেমে অনিয়ম এবং বোয়েসেলের পক্ষ থেকে করা অবিচারের কারণে তারা আজও চাকরি পাচ্ছেন না, যদিও তারা ভাষা পরীক্ষায় পাস করেছেন এবং রোস্টারে অন্তর্ভুক্ত হয়েছেন।

এদিকে, ভিসা প্রত্যাশী রোস্টারভুক্ত কর্মীরা তাদের দাবি জানিয়ে বলেন, 'আমরা ভাষা শিখে রোস্টারে অন্তর্ভুক্ত হয়েছি, তবুও আমাদের ফাইল কোরিয়ায় পাঠানো হয়নি।' বক্তারা অভিযোগ করেন যে, বোয়েসেল এবং ইপিএস সিস্টেমের কারণে অনেকের স্বপ্ন ভঙ্গ হচ্ছে এবং তাদের আর্থিক ক্ষতি হচ্ছে।

রোস্টারভুক্ত ভিসা প্রত্যাশী মেহেদী হাসান বলেন, 'দুই বছর ধরে ভাষা শিখেছি, অথচ আজও সেই ভাষা শিখে রোস্টারে অন্তর্ভুক্ত হওয়ার পরেও আমাদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি সময় সীমা পেরিয়ে গেছে এবং আমরা এখন বেকার।'

৯ দফা দাবি:

১. ২০২২ সাল থেকে যেসব কর্মী ডিলিট হয়েছে, তাদের পুনঃরোস্টারের জন্য রাষ্ট্রীয় কূটনৈতিক হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে। ২০২৩ সালে রোস্টারে থাকা কর্মীদের ডিলিট না হওয়ার নিশ্চয়তা দিতে হবে।

২. দুই বছর ধরে ফাইলগুলো বাধ্যতামূলকভাবে কোম্পানির মালিকদের কাছে পৌঁছাতে হবে, এবং এটি সিরিয়াল অনুযায়ী হতে হবে।

৩. রোস্টারভুক্ত কর্মীদের জন্য সার্কুলার বাণিজ্য বন্ধ রাখতে হবে, যতদিন না কোরিয়াতে প্রবেশের সুযোগ নিশ্চিত হয়।

৪. কোরিয়ার প্রত্যেক বাণিজ্যিক জোনে প্রয়োজনীয় এজেন্ট নিয়োগ করতে হবে, যারা কোম্পানির মালিকদের উৎসাহিত করবেন।

৫. বাংলাদেশ ইপিএস সিস্টেমে আর্থিক লেনদেনমুক্ত ঘোষণা করতে হবে এবং কোনো প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. নতুন খাত বা সেক্টর চিহ্নিত করে রোস্টারভুক্ত কর্মীদের সরকারি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।

৭. মৎস্য, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং খাতে ভিসা ইস্যু দ্রুত নিশ্চিত করতে হবে এবং রোস্টারবিহীন কাউকে ভিসা ইস্যু না করার নিশ্চয়তা দিতে হবে।

৮. কোরিয়া প্রবাসী কর্মী যদি কোম্পানি পরিবর্তন বা রিলিজ নিতে চান, তবে বাংলাদেশ দূতাবাসের এজেন্ট সশরীরে কোম্পানিতে গিয়ে সমস্যার সমাধান করবে।

৯. বোয়েসেল কর্মকর্তাদের ব্যর্থতার জন্য শিগগিরই তাদের পদত্যাগ করতে হবে এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপে বোয়েসেলকে দক্ষ কর্মকর্তাদের দ্বারা পুনর্গঠন করা হবে।

এসময় কর্মীরা তাদের সংকটের দ্রুত সমাধান চেয়ে দাবি জানান, যাতে তারা আগামীতে কোরিয়ায় যেয়ে কাজে যোগ দিতে পারেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য