মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ২ দশমিক ২ বিলিয়ন (২২০ কোটি) ডলারের ফেডারেল তহবিল স্থগিত করা হয়েছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও ইসরায়েলবিরোধী মতামত দমনে সরকারের নির্দেশনা মানতে না চাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত সপ্তাহে হার্ভার্ড কর্তৃপক্ষকে একটি চিঠির মাধ্যমে হোয়াইট হাউস দাবি জানায়— বিশ্ববিদ্যালয়ের পরিচালনব্যবস্থা, নিয়োগনীতি এবং ভর্তি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। অভিযোগ করা হয়, ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড।
দাবিপত্রে ছিল ১০টি শর্ত, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—মার্কিন মূল্যবোধের বিরোধিতাকারী শিক্ষার্থীদের রিপোর্ট করতে হবে;প্রতিটি বিভাগে মতবৈচিত্র্য নিশ্চিত করতে হবে;‘ইহুদিবিরোধী হয়রানি’র জন্য অভিযুক্ত বিভাগগুলোর নিরীক্ষা চালাতে হবে সরকার অনুমোদিত বাহ্যিক সংস্থার মাধ্যমে;এবং ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশনের (DEI) সব কর্মসূচি বাতিল করতে হবে।
বিশ্ববিদ্যালয়টি সোমবার এক বিবৃতিতে এসব শর্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে জানায়, সরকারের এমন চাপাচাপি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, “ইহুদিবিদ্বেষকে হার্ভার্ড কখনোই হালকাভাবে নেয়নি। তবে সরকার যেসব দাবি তুলেছে, তা আমাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করে।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে এবং প্রশাসনের শর্ত মেনে না নেওয়ার বিষয়টি হোয়াইট হাউসকে জানিয়ে দেওয়া হয়েছে।
হার্ভার্ডের এই সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণ পরই মার্কিন শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে ২২০ কোটি ডলারের ফেডারেল অনুদান স্থগিতের ঘোষণা দেয়। একই সঙ্গে স্থগিত হয় আরও একটি ৬০ মিলিয়ন ডলারের চুক্তি।
এ ঘটনার পরপরই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। মামলায় অভিযোগ করা হয়েছে, এটি বাক্স্বাধীনতা ও শিক্ষার স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং বেআইনি পদক্ষেপ।
এর আগেও হার্ভার্ড ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বিতর্কে জড়িয়েছিল। ২০২৩ সালে মার্কিন কংগ্রেসে অনুষ্ঠিত শুনানিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রেসিডেন্ট ক্লডিন গে বলেন, “ইহুদিদের হত্যার আহ্বান জঘন্য, তবে সেটি নীতিমালাভঙ্গ কি না, তা প্রেক্ষাপটসাপেক্ষ।” এই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হলে এক মাস পর তিনি পদত্যাগ করেন।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে হার্ভার্ডের ২৫৬ মিলিয়ন ডলারের তহবিল পর্যালোচনার ঘোষণা আসে। বিশ্ববিদ্যালয়টির দীর্ঘমেয়াদি অনুদান চুক্তির পরিমাণ ৮৭০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
এছাড়া, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুদানও একই অভিযোগে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?