যুক্তরাষ্ট্রে প্রযুক্তি জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে মেটা। ওয়াশিংটনে সোমবার (১৪ এপ্রিল) শুরু হওয়া মামলার রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি ইনস্টাগ্রাম বিক্রি করতে বাধ্য হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) অভিযোগ করেছে, ফেসবুকের মূল কোম্পানি মেটা ২০১২ সালে ইনস্টাগ্রাম এবং ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনে প্রতিযোগিতা দমন করেছে, যা বাজারে একচেটিয়া আধিপত্য কায়েমে সহায়তা করেছে।
এফটিসির মতে, এসব অধিগ্রহণ ছিল বাজারে নতুন উদ্ভাবনের পথে বড় বাধা। যদি আদালত সংস্থাটির পক্ষে রায় দেয়, তবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা ছাড়তে হতে পারে।
এ মামলায় জাকারবার্গ ও মেটার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের সাক্ষ্যগ্রহণ হতে পারে বলে ধারণা করছে আদালত সংশ্লিষ্ট মহল। বিচার প্রক্রিয়া কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করতে জাকারবার্গ ব্যক্তিগতভাবে তদবির করছেন। জানা গেছে, মামলাটি প্রত্যাহারের জন্য এফটিসির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
২০২১ সালের ক্যাপিটল হিলে হামলার পর ফেসবুক থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করে মেটা। এরপর থেকে জাকারবার্গ ও ট্রাম্পের সম্পর্ক শীতল হলেও সম্প্রতি মেটার পক্ষ থেকে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল উদ্বোধনী তহবিলে ১০ লাখ ডলার অনুদান এবং ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইটকে পরিচালনা পর্ষদে যুক্ত করার ঘটনায় সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মেটা এক বিবৃতিতে জানিয়েছে, এ মামলার অভিযোগ বাস্তবতাকে অস্বীকার করে আনা হয়েছে। সংস্থাটির মতে, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত হয়েছে এবং বাজারে প্রতিযোগিতাও বেড়েছে।
তারা আরও বলছে, বর্তমান বাজার প্রতিযোগিতায় টিকটক, ইউটিউব এবং লিংকডইন-এর মতো প্ল্যাটফর্মগুলোর প্রভাব বিবেচনায় না নেওয়ায় FTC-এর অভিযোগ একপেশে।
বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি দুনিয়ায় এই মামলা এক ঐতিহাসিক নজির হয়ে থাকতে পারে। যদি FTC জয়ী হয়, তবে ভবিষ্যতে বড় কোম্পানির অধিগ্রহণ চুক্তিগুলোর ওপর নজরদারি আরও কঠোর হতে পারে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?