জনবলের সংকটে ভুগছে জাপান। দেশটির শিল্প ও পরিবহন খাত বিশেষ করে বড় ধরনের শ্রমিক সংকটের মুখোমুখি। এই অবস্থায় বাংলাদেশি কর্মীদের জন্য উন্মোচিত হচ্ছে এক নতুন দিগন্ত। জাপানি একটি লজিস্টিকস কনসালটিং সংস্থা ফুনাই সোকেন লজিস্টিকস এবার বিদেশি ট্রাকচালক নিয়োগে এগিয়ে এসেছে এবং এতে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরেই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে ফুনাই সোকেন লজিস্টিকস। শুধু তাই নয়, বাংলাদেশে জাপানি রোড সাইন অনুযায়ী একটি নকল ড্রাইভিং কোর্ট তৈরি করা হবে, যাতে আগ্রহী প্রার্থীদের প্রাক-প্রশিক্ষণ দেওয়া যায়। প্রাথমিকভাবে ৯০ জন চালক নিয়োগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন ও প্রাথমিক বাছাই করা হবে। এরপর জাপান থেকে নিয়োগকর্তারা এসে সাক্ষাৎকার নেবেন। ভিসা ও যাবতীয় কাগজপত্রে সহায়তা করবে ফুনাই সোকেন। প্রশিক্ষণ, ভাষাশিক্ষা ও জাপানে বসবাসসংক্রান্ত ওরিয়েন্টেশন ক্লাসও থাকবে।
বাংলাদেশ সরকারও জাপানে কর্মী পাঠাতে বেসরকারি কোম্পানির সঙ্গে নতুন একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে। এতে উল্লেখ আছে: বিনা মূল্যে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ,কোনো অভিবাসন ব্যয় ছাড়াই জাপানে কর্মসংস্থান, দেশে ফিরে আসার পর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশীয় শিল্প খাতে অবদান রাখার সুযোগ।
প্রশিক্ষণের সুযোগ যে খাতে
কেয়ারগিভার
ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং
প্লাস্টিক মোল্ডিং
রড বাইন্ডিং
স্ক্যাফোল্ডিং
কার পেইন্টিং
ওয়েল্ডিং
অটোমোবাইল মেকানিক
২০২৪ সালে চালু হওয়া একটি আইনের মাধ্যমে চালকদের অতিরিক্ত কাজের সময় কমানো হয়েছে, যার ফলে ২০৩০ সালের মধ্যে জাপানে ট্রাকচালক সংকট ৩৪% পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এনএক্স লজিস্টিকস রিসার্চ ইনস্টিটিউট। এই প্রেক্ষাপটে বিদেশি চালক নিয়োগের বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?