বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো প্রিমিয়ার আন্তর্জাতিক ভোক্তা ইলেকট্রনিক প্রদর্শনী, কমেক্স সিঙ্গাপুর ২০২৫-এ অংশগ্রহণ করেছে। ইভেন্টটি ১৩-১৬ মার্চ সিঙ্গাপুরের সানটেক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রসারে “Meet Bangladesh” –এ প্রতিনিধিত্ব করবে ৪০৩ ও ৪০৪-এর লেভেল ৪-এ, বুথ নম্বর ৮৪০৩। বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর প্রতিনিধিত্বকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Laxfo, Bogura Motors, Lumen, Data Soft Manufacturing এবং Triple S Electronics ।
বিশ্বব্যাংকের অর্থায়নে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প উদ্যোগে "মিট বাংলাদেশ শো" (MBS) আয়োজন করা হয়েছে, যার মূল লক্ষ্য বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে বিশ্ববাজারে তুলে ধরা। EC4J প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য রপ্তানি বাজারের সংযোগগুলো শক্তিশালী করা এবং বাংলাদেশকে একটি বিশ্বস্ত সরবরাহকারী গন্তব্য হিসেবে উপস্থাপন করা। প্রকল্পের আয়োজকরা জানিয়েছেন, এমবিএস (Meet Bangladesh Show) বিশ্ববাজারে বাংলাদেশের উপস্থিতি শক্তিশালী করতে এবং এটিকে একটি আকর্ষণীয় সরবরাহ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।
এই খাতটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে, যা স্থানীয়ভাবে নির্মিত পণ্যের বাড়তি চাহিদা এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ও ডিজিটাল সমাধানের গ্রহণযোগ্যতার ফলে আরও ত্বরান্বিত হচ্ছে। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটি কৃষি, নির্মাণ ও অটোমোবাইলসহ গুরুত্বপূর্ণ শিল্পগুলোর সহায়ক হিসেবে কাজ করে, যেখানে প্রায় আট লাখ মানুষ কর্মরত রয়েছে। এটি স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করার পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.meet-bangladesh.com এবং www.facebook.com/meet-bangladesh.net
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?