বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় এখনো দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল জাজিরা’ তে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
গতকাল ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, "বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। আমরা এমন কোনো সংকটের মুখোমুখি হইনি যেখানে জনগণ বলছে অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিদায় করো।"
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, "রোহিঙ্গা একটি ভিন্ন প্রসঙ্গ। আমরা আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে সমন্বয়ে কাজ করছি যাতে রোহিঙ্গারা নিরাপদে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে। মিয়ানমারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে।"
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, "যদি সংস্কারের তালিকা ছোট হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন জুনের পরে যাবে না।"
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটি আংশিকভাবে আওয়ামী লীগের ওপর নির্ভর করবে। তারা এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি।" তবে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে।
এছাড়া সাক্ষাৎকারে তিনি অতীতের অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটিয়ে অর্থবহ সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?