একুশ মানে আমার অহংকার
গর্ব করার মত,
একুশ শব্দে ভাইয়ের রক্ত
মেখে আছে কত।
একুশ মানে মায়ের ভাষা
মধুর চেয়ে মিষ্টি,
একুশ মানে ভাষা জন্য
রক্তে লেখা সৃষ্টি।
একুশ মানে ভাষা স্বাধীন
মায়ের শিশু বলে,
একুশ মানে রক্ত লেখা
বুকে সাহস হলে।
একুশ মানে রুখে দাঁড়াই
রাস্তায় মশাল জ্বলে,
একুশ মানে প্রতিরোধে
বাংলায় কথা বলে।
একুশ মানে রক্ত লাল
শহীদ মিনার কয়,
একুশ মানে শিমুল ফুটে
গাছে গাছে রয়।
মায়ের মতো মধুর আমার
প্রানে বাংলা ভাষা,
মায়ের ভাষাতে জুড়ায় মনের
সুখের-দুখের আশা।
রফিক সফিক বরকত সালাম
বাংলা ভাষা তরে,
বায়ান্নতে জীবন দিলো তারা
বীরের মতো মরে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?