একুশ মানেই অজর অমর একুশ আমার প্রাণ,
দেশের দামাল একুশ দিয়েই রাখলো ভাষার মান।
একুশ আমার ভাষার প্রতীক একুশ আনছে দেশ,
একুশ মায়ের বুকের দহন যার কাটে নাই রেশ!
একুশ দেশের মানুষ জনের শ্রদ্ধায় পূর্ণ দিন,
স্মৃতির স্তম্ভে ফুল দিয়ে তাই শোধ করি তার ঋণ!
একুশ শেখায় শক্ত হাতেই শত্রু রুখার পণ,
একুশ দিয়েই পেলাম আমরা মাতৃভাষার ধন।
একুশ আমার মায়ের মুখের মিষ্টি মধুর হাসি.
একুশ দ্বারাই মায়ের আদর পাই আজ রাশি রাশি।
একুশ আমার মনের চেতন দীপ্ত মুক্ত প্রাণ,
তাঁর কৃপাতেই কবিগণ আজ লিখেন কাব্য-গান।
একুশ দিয়েই বাংলা ভাষায় নিপুণ জীবন গড়া,
বাঙালিরদের প্রশংসা আজ বিশ্ব ভুবন ভরা।
রফিক শফিক জব্বার আর বরকত দিলো প্রাণ,
একুশের গান গেয়ে বাঙ্গাল রাখছে মায়ের মান!
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?