clock ,

আগামী বছর শ্রদ্ধা জানানোর আগেই রানা প্লাজা ধসের বিচার অগ্রগতির আশ্বাস শ্রমসচিবের

আগামী বছর শ্রদ্ধা জানানোর আগেই রানা প্লাজা ধসের বিচার অগ্রগতির আশ্বাস শ্রমসচিবের

রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি আগামী বছর শ্রদ্ধা জানানোর আগেই এই মর্মান্তিক ঘটনার বিচারকাজে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশ্বাস দিয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম সফিকুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

সচিব বলেন, “গত ১২ বছর ধরে ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের অগ্রগতি হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি এবং আগামী বছরের আগে বড় একটি অংশের বিচার সম্পন্ন করতে পারব বলে প্রত্যাশা করছি।

তিনি আরও জানান, আহত শ্রমিকদের পুনর্বাসন চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সরকার, মালিক শ্রমিকদের সমন্বয়ে একটি নিরাপদ মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গঠনে কাজ চলছে, যা দেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে।

শ্রমসচিব বলেন, “রানা প্লাজা ধস বাংলাদেশের শ্রম অধিকার বাস্তবায়নে ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় শুধু ভবনের মালিকই নয়, যারা অনুমোদন দিয়েছে এবং সরকারি দপ্তরগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারাও দায় এড়াতে পারেন না।

তিনি যোগ করেন, “রানা প্লাজার পর আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশে শ্রমিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করেন। অ্যাকোর্ড অ্যালায়েন্সের মতো উদ্যোগের ফলে তৈরি পোশাক খাতে কারখানাগুলো ধীরে ধীরে কমপ্লায়েন্সের আওতায় এসেছে।

সরকারের পক্ষ থেকে এবারই প্রথমবারের মতো ঘটনাস্থলে সরাসরি এসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জুরাইন কবরস্থানে অজ্ঞাতপরিচয় হিসেবে দাফন হওয়া ২৫১টি মরদেহের স্মৃতিও আমাদের কাঁধে ন্যস্ত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে হাজার ১৩৫ জন শ্রমিক প্রাণ হারান এবং হাজার ১৬৯ জন আহত হন। এই ঘটনায় মোট ২০টি মামলা হয়, যার মধ্যে তিনটি ফৌজদারি মামলা।

রানা প্লাজার মালিক সোহেল রানাসহ অন্যদের বিরুদ্ধে শ্রমিক নিহতের ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা করে। ভবনের অনিয়মিত নির্মাণের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আরও দুটি মামলা করে। এসব মামলার বিচার বর্তমানে ঢাকার বিভিন্ন আদালতে চলমান রয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য