দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫ জন গ্রেপ্তার হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। এছাড়া, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, ৩টি কার্তুজ, একটি ম্যাগজিন, একটি লোহার দা, ৬টি চাকু ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভ ও সমাবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) এই অভিযানে ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যান্য মামলায় ৫৭২ জন গ্রেপ্তার হন। সরকার জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?