clock ,

"মৃত্যুর আগে স্বামীকে ফিরিয়ে দিন" — আকুতি সৌদি প্রবাসীর স্ত্রীর

"মৃত্যুর আগে স্বামীকে ফিরিয়ে দিন" — আকুতি সৌদি প্রবাসীর স্ত্রীর

সৌদি আরবে স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে শুয়ে আছেন ৬২ বছর বয়সী প্রবাসী মিজানুর রহমান। নিজের পায়ে দেশে ফেরা তো দূরের কথা, চিকিৎসাটুকুও ঠিকমতো হচ্ছে না তাঁর।

১৯৯৩ সাল থেকে সৌদি আরবে কর্মরত মিজানুর শেষবার দেশে ফিরেছিলেন ২০১৫ সালে। এরপর আর ফেরা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি, কাজের পথে আচমকা স্ট্রোক করেন তিনি। সৌদির জুবাইল শহরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে অবৈধ অভিবাসী হওয়ার কারণে চিকিৎসায় নানা জটিলতা তৈরি হয়েছে।

২০১৭ সাল থেকে মিজানুর রহমান সৌদিতে 'অবৈধ' শ্রমিক হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর বিরুদ্ধে নিয়োগকর্তার করা একটি ক্ষতিপূরণ মামলা রয়েছে, যদিও সেই নিয়োগকর্তা এখন আর বেঁচে নেই। ফলে মামলাটি অনিশ্চয়তার মাঝে ঝুলে আছে। সৌদি আইনে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে দেশে পাঠানো সম্ভব নয়।

নাসরিন বলছেন, “আমি তো দেশে বসে মামলার কিছুই করতে পারছি না। দূতাবাস বলছেসমাধান হলে পাঠাবে। কিন্তু সমাধান করবে কে?”

স্ট্রোকের পর প্রথম এক সপ্তাহ মিজানুর ছিলেন আইসিইউ-তে। সেবার প্রথম সপ্তাহের বিল হাসপাতাল মওকুফ করলেও পরবর্তীতে বিলের নিশ্চয়তা না থাকায় সেবা সীমিত হয়ে যায়। এখন তিনি সাধারণ ওয়ার্ডে শুয়ে, শরীরের এক পাশ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত।

তিনি কথা বলতে পারেন, বিছানায় শুয়ে থাকেন। মাঝে মাঝে আমাদের সঙ্গে কথা হয় ফোনে। কিন্তু যে অবস্থা তাতে দ্রুত না ফিরলে হয়তো দেশে ফেরার সুযোগটাই আর থাকবে না,” বললেন নাসরিন।

নাসরিনের আবেদনের ভিত্তিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১৬ এপ্রিল সৌদির বাংলাদেশ দূতাবাসের লেবার উইংকে চিঠিও দিয়েছে, যাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, “মিজানুরকে দেশে ফিরিয়ে আনতে যা যা করণীয়, তা করা হচ্ছে।

নাসরিনের চোখে শুধুই অনিশ্চয়তা—“দুই সন্তান বাবার ফেরার অপেক্ষায়। মানুষটা মারা গেলে তখন মরদেহ আনবে সরকার। কিন্তু আমি চাই, মৃত্যুর আগে মানুষটা ফিরুক। এখনো বেঁচে আছে, বেঁচে থাকার লড়াইটা সে দেশে ফিরেই ভালোভাবে লড়তে পারবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য