টানা তিনবার ইতালিয়ান সুপার কাপ জয় করে শিরোপাটিকে প্রায় নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল ইন্টার মিলান। তবে এবারের ফাইনালে এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সামনে হার মানতে হলো তাদের। রোমাঞ্চকর এই ম্যাচে ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে ২০১৬ সালের পর প্রথমবার সুপার কাপ জিতল এসি মিলান।
সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধ প্রায় গোলশূন্যভাবে শেষ হতে যাচ্ছিল। তবে যোগ করা সময়ে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ইন্টারের হয়ে গোল করে দলকে এগিয়ে নেন। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের বাধা কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ইন্টার। ম্যাচের ৪৭ মিনিটে ইরানি ফরোয়ার্ড মেহদি তারেমি বল জালে পাঠিয়ে ইন্টারের লিড ২-০ করেন। তবে এখান থেকেই ঘুরে দাঁড়ায় এসি মিলান। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর পথে, ঠিক তখনই বদলি খেলোয়াড়দের নৈপুণ্যে শিরোপার ভাগ্য নির্ধারণ হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল লেয়াওয়ের নিখুঁত পাস থেকে ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহাম কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান। এই গোলেই শিরোপা নিশ্চিত হয় এসি মিলানের।
৮ম বারের মতো এই শিরোপা জিতে ইন্টারের পাশে বসলেন তারা। ৯বার সুপার কাপ জিতে সবার উপরে আছে জুভেন্টাস।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?