clock ,

১২৫ কোটিতে সৌরভের চ্যানেল পরিবর্তন

১২৫ কোটিতে সৌরভের চ্যানেল পরিবর্তন

ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌরভ গাঙ্গুলী এবার নতুন চ্যানেলে, নতুন আঙ্গিকে। ‘দাদাগিরি’র দীর্ঘসফর শেষে এবার স্টার জলসায় দেখা যাবে প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। সেখানেই তিনি হোস্ট করবেন বিগবস-এর বাংলা সংস্করণ এবং একটি নতুন কুইজ শো। এই দুই অনুষ্ঠান ঘিরে সৌরভের সঙ্গে হয়েছে চার বছরের একটি চুক্তি—যার আর্থিক মূল্য ১২৫ কোটি রুপি।

জানা গেছে, ২০২৬ সালের জুলাই থেকে স্টার জলসার পর্দায় সৌরভের নতুন রূপে আত্মপ্রকাশ ঘটবে। একদিকে যেমন থাকছে বিনোদন ও বাস্তবধর্মী রিয়েলিটি শো, তেমনই থাকবে জ্ঞানভিত্তিক কুইজ শো—যার মাধ্যমে দর্শকদের সঙ্গে যুক্ত থাকবেন ‘দাদা’।

সৌরভ গাঙ্গুলী নিজেই এই পরিবর্তনের কথা স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে। তিনি বলেন, "নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে আমায়। আমি সেটা গ্রহণ করেছি। নতুন নতুন কাজ, নতুন কিছু করার নেশা সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। সেই কারণেই নতুন চ্যানেলে নতুন রূপে।"

দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’ অনুষ্ঠান উপস্থাপনা করে টিভি দর্শকদের মন জয় করেছেন সৌরভ। পাশাপাশি বিজ্ঞাপন এবং সাম্প্রতিক ওয়েব সিরিজ প্রমোশনে পুলিশের পোশাক পরে হাজির হয়ে প্রমাণ দিয়েছেন যে তিনি ক্যামেরার সামনে বেশ স্বচ্ছন্দ।

নতুন এই চুক্তিকে ঘিরে টেলিভিশন দুনিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। কেউ বলছেন এটি টিভি ইতিহাসে অন্যতম বড় চুক্তি, কেউ বলছেন সৌরভের আরেকটি স্মরণীয় ইনিংসের শুরু।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য