ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একাধিক পলাতক মন্ত্রী ও এমপি সম্প্রতি লন্ডনে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়েতে তাদের দেখা যায় বলে নিশ্চিত করেছেন অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি।
২০ এপ্রিল সন্ধ্যায় লন্ডনের অভিজাত ওটু এরিনার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে তারা ছিলেন বেশ হাস্যোজ্জ্বল। অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনেকের সঙ্গে ছবি তোলেন। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সাবেক এই প্রভাবশালী নেতাদের ঘিরে রাখেন পুরোটা সময়।
প্রসঙ্গত, বিগত বছরের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নেন। তাদের অনেকেই এখনো ব্রিটেন, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই হাসান মাহমুদ ও আব্দুর রহমানসহ কয়েকজন নেতার লন্ডনে কফিশপে আড্ডার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে দেশে-বিদেশে আলোচনা তৈরি হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?