clock Sunday, 27 April 2025, ১৫ বৈশাখ ১৪৩২

হাজং সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে ঢাকায় আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

হাজং সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে ঢাকায় আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

হাজং সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য জীবনযাত্রা তুলে ধরার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীহাজংশেষ হয়েছে। গত শুক্রবার রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়েছিল। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর এবং আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজ।

নূরুল কবীর বলেন, “বহুত্ববাদী সমাজ গঠনের জন্য বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতি-সম্প্রদায়ের সংস্কৃতি সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজং জনগণ ঐতিহাসিকভাবে ভারতের কিছু অঞ্চল থেকে এসেছিল এবং এই দেশকে নিজেদের নিরাপদ আশ্রয়ভূমি মনে করেছিল। তবে শাসক শ্রেণি সবসময় ধর্ম-জাতিভিত্তিক সংখ্যালঘুদের প্রতি সুবিচার করেনি।” ফ্রঁসোয়া ঘ্রোজ তাঁর বক্তব্যে প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন এবং আলোকচিত্রীকে প্রশংসা করেন।

সাংবাদিক আলোকচিত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লার তোলা ২২টি আলোকচিত্র নিয়ে সাজানো হয়েছিল প্রদর্শনীটি। আসলাম জানান, বাংলাদেশে হাজং সম্প্রদায়ের বর্তমান জনসংখ্যা মাত্র ২০ হাজার। প্রান্তিক জনগোষ্ঠীর বেশির ভাগেরই জমি নেই, উচ্চশিক্ষার সুযোগ নেই। তিনি আরও বলেন, হাজং সম্প্রদায়ের নেতারা অতীতে টঙ্ক, তেভাগা হাতি খেদার মতো আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তাদের জীবনযাত্রাকে আলোকচিত্রের মাধ্যমে সংরক্ষণ করাই ছিল এই প্রদর্শনীর উদ্দেশ্য।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য