বিশ্বের সবচেয়ে প্রবীণ অলিম্পিক পদকজয়ী অ্যাগনেস কেলেটি মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট থেকে বেঁচে যান।
পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট কেলেটি ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে ৩১ বছর বয়সে প্রথম স্বর্ণপদক জয় করেন। পরে ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে আরও চারটি স্বর্ণপদক জেতেন তিনি। নারী হিসেবে সবচেয়ে বেশি বয়সে স্বর্ণ জয়ের রেকর্ডও তার। তিনি মোট ১০টি অলিম্পিক পদক জিতেছেন, যার মধ্যে ৫টি স্বর্ণ। কেলেটি হাঙ্গেরির দ্বিতীয় সফলতম ক্রীড়াবিদ।
১৯২১ সালে বুদাপেস্টে জন্মগ্রহণকারী কেলেটি ১৯৪০ সালে প্রথমবার হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন। তবে ইহুদি বংশোদ্ভূত হওয়ায় সেই বছরের পর থেকে তাকে সব ধরনের ক্রীড়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।
হাঙ্গেরিয়ান অলিম্পিক কমিটির (এইচওসি) তথ্যানুসারে, ১৯৪৪ সালে নাৎসি বাহিনী হাঙ্গেরি দখল করলে কেলেটি নিজের জীবন বাঁচাতে খ্রিস্টান নারী পরিচয়ে লুকিয়ে থাকতে বাধ্য হন। ভুয়া কাগজপত্র তৈরি করে বুদাপেস্টের দক্ষিণে একটি গ্রামে আশ্রয় নিয়ে তিনি নাৎসি মৃত্যু শিবিরে নির্বাসন থেকে বাঁচেন। তবে তার বাবা এবং বেশ কয়েকজন আত্মীয় আউশভিটজ ডেথ ক্যাম্পে প্রাণ হারান।
মেলবোর্ন অলিম্পিকের এক বছর পর কেলেটি ইসরায়েলে বসতি স্থাপন করেন। সেখানে তিনি জিমন্যাস্টিকস কোচিং করাতেন এবং পরে বিয়ে করেন। তার দুই সন্তান রয়েছে।
বিবিসির খবর অনুযায়ী, কেলেটি গতকাল বৃহস্পতিবার বুদাপেস্টের একটি সামরিক হাসপাতালে মারা যান। সেখানে তার হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চিকিৎসা চলছিল। আগামী ৯ জানুয়ারি তার ১০৪ বছর বয়স হওয়ার কথা ছিল।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?