দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছেন আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ।
দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম আদালতে আবেদন করেন, যেখানে উল্লেখ করা হয়— বেনজীর আহমেদ বিদেশে পলাতক এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা প্রয়োজ ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা জরুরি। আদালত শুনানি শেষে রেড নোটিশ জারির নির্দেশ দেন।
গত ১৩ জানুয়ারি আদালত বেনজীর আহমেদ ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দেন। এর আগে ৮ জানুয়ারি বেনজীরের স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত।
দুদকের মামলার প্রধান অভিযোগ
২০২৩ সালের ১৫ ডিসেম্বর দুদক
বেনজীর আহমেদ ও তার পরিবারের
বিরুদ্ধে চারটি মামলা করে। মামলায় তাদের
বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন
ও তথ্য গোপনের অভিযোগ
আনা হয়।
বেনজীর আহমেদ – ৯.৪৪ কোটি
টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২.৬২
কোটি টাকার তথ্য গোপন।
স্ত্রী
জিশান মির্জা – ৩১.৬৯ কোটি
টাকার অবৈধ সম্পদ অর্জন
এবং ১৬.০১ কোটি
টাকার তথ্য গোপন।
বড়
মেয়ে ফারহীন রিশতা – ৮.৭৫ কোটি
টাকার অবৈধ সম্পদ।
ছোট
মেয়ে তাহসীন রাইসা – ৫.৫৯ কোটি
টাকার অবৈধ সম্পদ।
গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানায়।তাদের বিবৃতিতে বলা হয়, পুলিশ বাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার কারণে বেনজীর আহমেদের বিচার হওয়া উচিত। তারা তার বক্তব্যের নিন্দা জানিয়ে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।
আদালতের আদেশের পর বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা (এনসিবি ঢাকা) রেড নোটিশ জারির জন্য আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের কাছে আবেদন করতে পারে। ইন্টারপোল রেড নোটিশ জারি করলে বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য অন্যান্য দেশেও তল্লাশি চালানো হবে। দুদক ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্পদের তদন্ত চালিয়ে যাবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?