clock ,

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মির্জা ফখরুল, খসরু ও জায়মা

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মির্জা ফখরুল, খসরু ও জায়মা

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তাঁর মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

বৃহস্পতিবার (স্থানীয় সময় সকাল ৭টা) ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ আমন্ত্রিত হয়ে যোগ দেন। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয় এবং তাদের অংশগ্রহণের ছবি শেয়ার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সিনেটর, কংগ্রেস সদস্য, বিশ্বনেতৃবৃন্দ, কূটনীতিক, ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী ব্যক্তিত্ব।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এবং নৈশভোজের আয়োজন করে থাকেন। এবারও ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য