যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ (ইউএসপিএস) চীন ও হংকং থেকে পার্সেল গ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র পার্সেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, চিঠিপত্র আদান-প্রদানে কোনো বাধা থাকবে না।
ইউএসপিএস এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে, তবে তারা এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তার নির্বাহী আদেশের মাধ্যমে একটি বিশেষ কর-মওকুফ ব্যবস্থা বাতিল করা হয়েছে, যা আগে ৮০০ ডলার (প্রায় ৪৭৪ ব্রিটিশ পাউন্ড) বা তার কম মূল্যের পণ্যগুলোর জন্য শুল্ক ও নির্দিষ্ট কিছু কর পরিশোধে ছাড় দিত।
ডি মিনিমিস নামে পরিচিত এই কর-ছাড় সাম্প্রতিক বছরগুলোতে সমালোচনার মুখে পড়ে, বিশেষ করে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান শেইন ও টেমু যুক্তরাষ্ট্রে লাখ লাখ গ্রাহকের কাছে পণ্য পাঠানো শুরু করার পর বিষয়টি আরও আলোচনায় আসে।
বাণিজ্য বিশেষজ্ঞ ডেবোরাহ এলমস বলেন, চীন থেকে ই-কমার্সের মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি কঠোর প্রভাব ফেলেছে।
মার্কিন কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, কর-মওকুফের সুবিধার কারণে প্রচুর পরিমাণে পার্সেল প্রবেশ করছিল, যার ফলে অবৈধ পণ্য শনাক্ত করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?