clock ,

মার্কিন গাড়িতে ২৫% শুল্ক আরোপ করে 'প্রতিশোধ' নিল কানাডা

মার্কিন গাড়িতে ২৫% শুল্ক আরোপ করে 'প্রতিশোধ' নিল কানাডা

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির জবাবে কানাডা মার্কিন যানবাহনের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি এক্স (টুইটার) পোস্টে সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, "এটি যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কের যৌক্তিক প্রতিক্রিয়া।"

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম অটোমোবাইল খাতে ২৫% শুল্ক আরোপ করে। যদিও কুসমা (CUSMA) মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে তিন দেশের (কানাডা-মার্কিন-মেক্সিকো) মধ্যে। ক্র্যানি বলেছেন, "এই শুল্ক থেকে প্রাপ্ত অর্থ কানাডার অটো শিল্প শ্রমিকদের পুনর্বাসনে ব্যয় হবে"। মেক্সিকান গাড়ি কোটার আওতায় শুল্কমুক্ত থাকবে। কিন্তু সব মার্কিন যানবাহন (কোটার বাইরে) ২৫% শুল্কের মুখোমুখি হবে। গাড়ির যন্ত্রাংশ কাঁচামালে শুল্ক প্রযোজ্য নয় (শিল্প রক্ষার্থে)।

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এতে উত্তর আমেরিকায় অটো শিল্পে মন্দা দেখা দিতে পারে। ২০২৪ সালে কানাডায় ১৮ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন গাড়ি আমদানি হয়েছিল।

এটি ট্রাম্পের "আমেরিকা ফার্স্ট" নীতির সর্বশেষ প্রতিক্রিয়া। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য উত্তপ্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী বাণিজ্য সংঘাতের এই নতুন অধ্যায় বৈশ্বিক অর্থনীতিকে আরও অস্থিতিশীল করতে পারে।

কানাডার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে তারা বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) এই ইস্যুতে অভিযোগ দায়ের করতে পারে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য