বাংলাদেশের বিচ্ছিন্ন দ্বীপগুলোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের অংশ হিসেবে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচরে লঞ্চঘাট স্থাপন করা হয়েছে। একইসঙ্গে ভোলা জেলায় একটি রপ্তানি প্রক্রিয়া জোন (EPZ) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যকে আরও জোরদার করবে। রোববার (২৩ ফেব্রুয়ারি) মনপুরার ঢালচরে জেলেদের নিবন্ধন হালনাগাদ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব তথ্য জানান।
ড. ইউনূস বলেন,বরিশালের হিজলায় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ রিয়াজের স্মরণে একটি লঞ্চঘাট পন্টুন উদ্বোধন করা হয়েছে।এ অঞ্চলের জেলেদের সুবিধার্থে মাছঘাট নির্মাণের প্রক্রিয়া চলমান।হাতিয়া ও অন্যান্য বিচ্ছিন্ন দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মনপুরায় চরবাসীদের জন্য রাস্তা নির্মাণ এবং সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের কাজ চলছে।
এই উদ্যোগ বাস্তবায়নে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সার্বিক তত্ত্বাবধান করছেন। ড. ইউনূস বলেন, ❝বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠী ও দ্বীপাঞ্চলের টেকসই উন্নয়নে বদ্ধপরিকর।❞ অনুষ্ঠানে উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন,❝মৎস্যজীবীদের তালিকায় অনেক অমৎস্যজীবী অন্তর্ভুক্ত হয়েছে, যা অন্যায়। তাই তালিকা সঠিকভাবে হালনাগাদ করা হবে যেন অযৌক্তিকভাবে কেউ প্রবেশ করতে না পারে।❞
উন্নয়ন কার্যক্রমের লক্ষ্য
বিচ্ছিন্ন দ্বীপবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন।
নৌ যোগাযোগ ব্যবস্থা উন্নত করা।
মৎস্যজীবীদের সঠিকভাবে নিবন্ধন নিশ্চিত করা।
ভোলায় রপ্তানি প্রক্রিয়া জোন স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করা।
সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ভোলার অর্থনীতি ও জীবনমানের উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?