রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে আলোচনার বিষয়বস্তু ছাপিয়ে গুঞ্জন ছড়িয়েছে তার পদত্যাগ নিয়ে।
নাহিদ ইসলাম যখন যমুনায় প্রবেশ করেন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল। কিন্তু বের হওয়ার সময় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়ায় যে, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ❝এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।❞ প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ❝উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকুই জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটাকে নিয়মিত সাক্ষাৎ বলেই জানি।❞
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন একটি রাজনৈতিক দল গঠন করছে। আলোচনায় রয়েছে, এই দলের নেতৃত্ব নেবেন নাহিদ ইসলাম, তাই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। নতুন এই রাজনৈতিক দল ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।
কোটাবিরোধী আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। তার সঙ্গে আরও উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং পরবর্তীতে মাহফুজ আলম।
বনশ্রীর বাসিন্দা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র (স্নাতকোত্তর পর্যায়)।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে আলোচনা চললেও তিনি এখনো নিশ্চিত ঘোষণা দেননি। তবে নতুন রাজনৈতিক দল গঠন এবং তার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে শিগগিরই তিনি সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?