ডলারের দুর্বলতা, বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনার বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়াচ্ছেন। এর ফলে বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
রয়টার্স জানায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ দশমিক ১২ ডলারে। দিন শুরুর দিকে এটি রেকর্ড ৩ হাজার ২৭৫ দশমিক ২০ ডলারে উঠে যায়। অন্যদিকে, ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ২৮৬ দশমিক ৩০ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের মান কমে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতা থেকে নিরাপদ বিনিয়োগের খোঁজে থাকা মানুষদের আগ্রহে স্বর্ণের বাজার চাঙা হয়ে উঠছে। কেসিএম ট্রেড-এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “ডলার অবমূল্যায়ন ও ঝুঁকি এড়ানোর প্রবণতা—দুটিই স্বর্ণের পক্ষে কাজ করছে।”
গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান মনে করেন, “solange অনিশ্চয়তা থাকবে, স্বর্ণের বাজারও থাকবে শক্তিশালী।”
চলতি বছরে স্বর্ণের দাম ইতোমধ্যেই ২৪ শতাংশের বেশি বেড়েছে। এএনজেড ব্যাংক-এর বিশ্লেষকদের পূর্বাভাস, বছর শেষে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৬০০ ডলার পর্যন্ত উঠতে পারে। এমনকি আগামী ছয় মাসের মধ্যেই এটি ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছানো অস্বাভাবিক হবে না।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা ও রাজনৈতিক-অর্থনৈতিক অস্থিরতা যত বাড়বে, ততই স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়বে—যা এই মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সহায়ক হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?