আজ বাংলা নববর্ষ। শুরু হলো ১৪৩২ বঙ্গাব্দের নতুন যাত্রা। সারাদেশের মতো রাজধানী ঢাকায়ও বৈশাখী উৎসব উদযাপনের ঢেউ লেগেছে নানা আয়োজনে। রঙে-রসে, গান-নৃত্যে, ঐতিহ্যে ও প্রতিবাদে ভাসছে নগরজীবন। বর্ষবরণ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দিনব্যাপী থাকছে প্রভাতি অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও লোকজ উৎসব।
ছায়ানটের প্রভাতি আয়োজন: রমনা বটমূলে ‘আমার মুক্তি আলোয় আলোয়’
বাঙালির
বর্ষবরণের চিরন্তন আবেগের নাম ছায়ানটের প্রভাতি
অনুষ্ঠান। রমনার বটমূলে আজ ভোর সোয়া
৬টায় শুরু হয় তাদের
৫৮তম বর্ষপূর্তি আয়োজন, যার মূলভাবনা ছিল
‘আমার মুক্তি আলোয় আলোয়’।
ভৈরবীর রাগালাপে সূচনা হওয়া এই আয়োজনে
পরিবেশিত হয় ৯টি সম্মেলক
গান, ১২টি একক সংগীত
ও তিনটি আবৃত্তি।
অনুষ্ঠান শেষে ছায়ানটের পক্ষ
থেকে বক্তব্য রাখেন ডা. সারওয়ার আলী।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয় বাংলাদেশ টেলিভিশন,
ছায়ানটের ইউটিউব ও ফেসবুক পেজে।
রবীন্দ্র সরোবরে সুরের ধারা
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল ৬টায় শুরু হয় সুরের ধারার বর্ষবরণ আয়োজন, যেখানে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে পরিবেশিত হয় লোকজ সুর ও সমবেত সংগীত। আশপাশে চলছিল বৈশাখী খাবারের স্টল, পিঠা-পায়েস আর ঐতিহ্যবাহী সাজসজ্জার বাহার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ শোভাযাত্রা: ঐকতান ও প্রতিবাদের মিলনমেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
শোভাযাত্রায় অংশ নেয় ২৮টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী, দুই শতাধিক ব্যান্ডমিউজিশিয়ান এবং বিশ্ববিদ্যালয় পরিবারের হাজারো অংশগ্রহণকারী।
অতিরিক্ত উপকরণ হিসেবে ছিল ১০০ ফুটের লোকজ ক্যানভাস, সুলতানি মুখোশ, চরকি, পাখা, পাখি, মাথাল, চাঁই, পলো, মাছের ডোলা, এবং রাজশাহীর শখের হাঁড়ি মোটিফে আঁকা দেয়ালচিত্র।
জাতীয় সংসদ ভবনে ড্রোন শো ও ব্যান্ড শো
নববর্ষ উদযাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় জাতীয় সংসদ ভবনে আয়োজন করা হয়েছে ড্রোন শো ও ব্যান্ড শো। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহায়তা করছে শিল্পকলা একাডেমি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।
গুলশান-২: তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও নগর উৎসব
শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে চলছে তিন দিনব্যাপী উৎসব। আজ সকাল ৭টায় শুরু হওয়া বর্ষবরণ উৎসবে ছিল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির পরিবেশনা, এরপর বাউল গান, বিকেলে কনসার্টে গান শোনাবেন ঘাসফড়িং কয়ার, শিরোনামহীন ও প্লাজমিক নক।
শাহবাগ: জাতীয় জাদুঘরের সামনে দিনব্যাপী উৎসব
সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের আয়োজনে শাহবাগে চলছে দিনব্যাপী বর্ষবরণ উৎসব। জাতীয় জাদুঘরের মুক্তমঞ্চে পরিবেশিত হচ্ছে চিরায়ত বাংলা গান, পুঁথিপাঠ, গম্ভীরা, জারিসারি ও নাটিকা। এতে অংশ নিচ্ছে ১৪টি সাংস্কৃতিক সংগঠন।
সিটি করপোরেশন ও অন্যান্য আয়োজন
ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশন নগর
ভবন থেকে বৈশাখী আনন্দ
র্যালি আয়োজন করেছে। রয়েছে পান্তা-ইলিশের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও নাট্য আয়োজন।
সোহরাওয়ার্দী উদ্যানেও সকাল থেকে চলছে
‘জনমানুষের বৈশাখ, শেকড়ের সংস্কৃতি’ প্রতিপাদ্যে অনুষ্ঠান।
বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের
মিলনায়তনে বর্ষবরণের নাট্য ও সংগীত আয়োজন,
যেখানে পরিবেশিত হবে জুলাই অভ্যুত্থান-ভিত্তিক নাটক।
উত্তরা, সুত্রাপুর ও পূর্বাচলেও বৈশাখী উৎসব
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি, সুত্রাপুরের ধূপখোলা মাঠ, ওয়ারীর টিপু সুলতান রোড ও পূর্বাচলের তিনশ’ ফুট এলাকাতেও অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা ও লোকজ উৎসব। রাজধানীর এই স্থানগুলোতে দিনব্যাপী মানুষের ঢল আশা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?