clock ,

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পর্তুগাল বাংলা প্রেসক্লাব প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। ২২ মার্চ লিসবনের দিজাজ রেষ্টুরেন্টের হল রুমে ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে সেক্রেটারী এনামুল হক সাবেক সেক্রেটারী শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মার্তিম মনিজ বড় মসজিদের ছানী ইমাম খতিব মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ , স্বাগত বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান এস এম গোলাম সরওয়ার। এছাড়া পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, ব্যবসায়ী নেতা আবদুল হাকিম মিনহাজ, সাইফুল হক, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, মোরারিয়া বিজনেস ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্যসচিব মাসুম আহমদ, শিপলু আহমেদ, ইকবাল আহমদ কাঞ্চন, মিলন ব্যাপারী, আবুল কাশেম, আহমদ লিটন, হাফিজ মুস্তাফিজুর রহমান শাহীন আহমদ।

এছাড়াও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ, সিনিয়র সহসভাপতি এস এম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, সহসম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দীন, প্রচার দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, আর এহছান, চৌধুরী আকবরসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য