বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ষাট–সত্তরের দশকের প্রভাবশালী ছাত্রনেতা সিরাজুল আলম খানের ৮৫তম জন্মদিন পালন করেছে জেএসএফ-বাংলাদেশ। গত মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি ও বাপসনিউজের সম্পাদক, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শহিদ রাজু, জাগপা’র কেন্দ্রীয় সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি একেএম রহমতুল্লাহ ভূঁইয়া এবং সমাজসেবক হাসান প্রমুখ।

আলোচনায় হাজী আনোয়ার হোসেন লিটন বলেন, সিরাজুল আলম খান ছিলেন প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে এক ব্যতিক্রমী চিন্তক। তিনি ক্ষমতা বা রাজনৈতিক সুবিধার রাজনীতিতে যুক্ত ছিলেন না; বরং জাতির ভবিষ্যৎ ও রাষ্ট্রচিন্তাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছেন। স্বাধীনতার পর রাজনৈতিক দলগুলো কীভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে, সে বাস্তবতা তিনি আগেই তুলে ধরেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে হাকিকুল ইসলাম খোকন বলেন, ষাট ও সত্তরের দশকে ছাত্রনেতৃত্বই গণআন্দোলন ও নির্বাচনী জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের অবদান ইতিহাসে যথাযথভাবে স্বীকৃতি পাচ্ছে না বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি এবং নেতৃত্বের সংকটের বিষয়টিও তিনি তুলে ধরেন।
আলোচনা সভার শুরুতে সিরাজুল আলম খানসহ ভাষা আন্দোলন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?