clock Tuesday, 1 April 2025, ১৮ চৈত্র ১৪৩১

থাইল্যান্ড এর ভূমিকম্প, কাছ থেকে দেখা

থাইল্যান্ড এর ভূমিকম্প, কাছ থেকে দেখা

লাইব্রেরীর গ্রুপ স্টাডির ১৫ নম্বর রুমে কাজ করছি। আমি একাই আছি। হঠাৎ অনুভব করলাম আমার শরীর, আমার ল্যাপটপ, টেবিল এবং জানালার পর্দাগুলো খুব কাঁপছে। বুঝতেই পারলাম ভূমিকম্পের মতো কিছু একটা হচ্ছে। দ্রুত রুমের দরজা খুলতেই দেখি বাইরে যে যার মত ছোটাছুটি করে লাইব্রেরীর মেইন গেটের দিকে দৌড়াচ্ছে। আমিও সবকিছু রেখে সকলের পিছু পিছু দৌড় দিলাম। মনে হচ্ছিল, এই বুঝি বিল্ডিংটা উপর থেকে মাথার উপরে ধসে পড়ছে। এদিকে লাইব্রেরীর মেইন গেইট উন্মুক্ত করে দেওয়া হয়েছে দ্রুত বের হওয়ার জন্য। অন্যসময় আইডিকার্ড স্ক্যান করে ঢুকতে হয় এবং বের হতে হয়। মুহূর্তের মধ্যে বাইরে এসে দেখি সবাই বাইরে এবং সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। লাইব্রেরীর সামনের লেকেও পানির ঢেউ খেলছে। কিছুক্ষণের মধ্যে খবর পেলাম, ব্যাংককের একটি নির্মাণাধীন ত্রিশ তলা বিল্ডিং ধসে পড়েছে এবং হতাহতের সংখ্যা অগণিত।

আমি আমার এই জীবনে এরকম শক্তিশালী ভূমিকম্প দেখিনি। সত্যিই এতটা আতঙ্কিতও আগে কখনো হইনি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, নিরাপদে আছি। তবে যারা নিহত হয়েছেন তাদের জন্য এবং আমি তাদের পরিবারের জন্য খুব খারাপ লাগছে। হয়তো বিল্ডিং এর ভূমিকম্প রোধকারী সক্ষমতা কতটুকু ছিল, সেটাও নির্ণয় করা সম্ভব হবে। ইতোমধ্যে সরকার জরুরি অবস্থা জারি করেছে। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে কিন্তু জীবনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে যেকোনো পরিস্থিতিতে নিরাপদ রাখুক, সেই দোয়াই করি।


সহকারী অধ্যাপক (শিক্ষাছুটিতে) আইবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ও মাস্টার্স শিক্ষার্থী, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড


 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য