মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে হাইকমিশনের কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে।
নতুন চ্যান্সারি ভবনটি কুয়ালালামপুরের লোরং ইয়াপ ক্বান সেং ৫০৪৫০ এর ৮ নং ভবন। নতুন এ ঠিকানায় সব ধরনের কনস্যুলার কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষ।
বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষ সব প্রবাসী বাংলাদেশিকে উল্লেখিত নতুন ঠিকানায় আসার অনুরোধ জানিয়েছে।
নতুন
ঠিকানায় হাইকমিশনের কার্যক্রম সংক্রান্ত যে কোনো তথ্যের
জন্য যোগাযোগ করা যাবে-
ফোন: ৬০৩-২৬০৪ ০৯৪৬
/ ৪৮ / ৪৯
ফ্যাক্স: ৬০৩-২৬০৪ ০৯৩৪
/ ২৬০৪ ০৯৩৫
ইমেইল: mission.kualalumpur@mofa.gov.bd
ওয়েবসাইট:
kualalumpur.mofa.gov.bd
বাংলাদেশ হাইকমিশন কর্তৃক দেওয়া গুগল ম্যাপ লোকেশন
লিংক:
maps.app.goo.gl/RjCLXQazJKrTLggV9?g_st=aw
হাইকমিশন কর্তৃপক্ষ প্রবাসীদের নতুন ঠিকানায় যথাযথ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?