clock ,

টেসলা চীনে বন্ধ করল দুটি মডেলের গাড়ি বিক্রি

টেসলা চীনে বন্ধ করল দুটি মডেলের গাড়ি বিক্রি

চীনে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি মডেলের গাড়ির বিক্রি বন্ধ করেছে টেসলা। দেশটিতে কোম্পানিটির ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছেমডেল এস সেডানমডেল এক্সগাড়িগুলোরএখনই অর্ডার করুনবোতাম। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কনীতি এবং চীনের পাল্টা শুল্ক ব্যবস্থা এই সিদ্ধান্তের মূল কারণ বলে মনে করছে বিশ্লেষকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, টেসলা চীনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট দুই মডেলের জন্য 'অর্ডার' অপশন সরিয়েভিউ অ্যাভেইলেবল কারসবাটন যোগ করেছে। একইসঙ্গে উইচ্যাটের মিনি প্রোগ্রাম অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে না নতুন অর্ডার অপশন।

টেসলা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ব্যাখ্যা না দিলেও, যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে চীনা গাড়ির ওপর মোট শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়েছে, আর চীন পাল্টা হিসেবে মার্কিন গাড়ির ওপর শুল্ক বাড়িয়েছে ১২৫ শতাংশ পর্যন্ত।

রয়টার্স-এর মতে, এই শুল্কের চাপ দুই দেশের মধ্যকার যানবাহন বাণিজ্যকে চরম ব্যয়বহুল করে তুলছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়িগুলো চীনে স্থানীয়ভাবে উৎপাদিত গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না।

উল্লেখ্য, টেসলা ২০২০ সাল থেকে সাংহাইয়ে তাদের গিগাফ্যাক্টরিতে মডেল মডেল ওয়াই গাড়ি উৎপাদন করছে। এই দুটি মডেল এখনও চীনা বাজারে বিক্রি হচ্ছে। তবে মডেল এস মডেল এক্স পুরোপুরি আমদানি-নির্ভর হওয়ায় এই সিদ্ধান্ত তাদের বিক্রয় কমিয়ে দিতে পারে।

২০২৩ সালের এক বিশ্লেষণে দেখা যায়, টেসলার ব্যাটারি সরবরাহকারীদের মধ্যে ৪০ শতাংশই চীনা প্রতিষ্ঠান। ফলে মার্কিন কোম্পানিটি চীনের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে অন্য উৎস থেকে যন্ত্রাংশ সরবরাহের চেষ্টা করছে।

এর আগে হোয়াইট হাউসের বাণিজ্য প্রতিনিধিকে এক চিঠিতে টেসলা সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে মার্কিন কোম্পানিরাই ক্ষতির মুখে পড়বে।

গার্ডিয়ান এই বিষয়ে টেসলার মন্তব্য চাইলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য