এক শহর থেকে আরেক শহরে ড্রোনে ভ্রমণের কল্পনা এখন আর শুধুমাত্র স্বপ্ন নয়। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইহাং’ এই কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে। যাতায়াতের জন্য পাইলটবিহীন যাত্রীবাহী ড্রোন তৈরিতে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
স্বল্প পরিসরে ফ্লাইট পরিচালনার অপেক্ষায়
চীনের গুয়াংজু শহরে পাইলটবিহীন ড্রোন ফ্লাইট চালুর জন্য ইহাং বর্তমানে বাণিজ্যিক লাইসেন্সের অনুমতির অপেক্ষায় রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, এ প্রকল্প সফল হলে এটি আকাশপথে পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে।
“ভবিষ্যতে আকাশপথে ভ্রমণ সহজতর হবে এবং শহরগুলো ক্রমে যাত্রীবাহী ড্রোন ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠবে। মানুষের উড়ন্ত ডানার আকাঙ্ক্ষা পূরণের দিন খুব বেশি দূরে নয়।” ইহাংয়ের ভাইস প্রেসিডেন্ট হি তিয়ানশিং
ইএইচ২১৬-এস: আধুনিক ড্রোন
ইহাংয়ের বর্তমান দুই আসনের ড্রোন ইএইচ২১৬-এস একটানা ২৫ মিনিট পর্যন্ত উড়তে পারে। এটি একটি প্রি-প্রোগ্রামড রুটে চলাচল করে এবং কোনও পাইলটের প্রয়োজন হয় না। ইহাংয়ের প্রথম মডেল ছিল ইএইচ১৮৪, যা দেখতে অক্টোপাসের মতো। তিয়ানশিং বলেন,
“এটি শুধু চমৎকারই নয়, বরং এটি দেখিয়ে দিয়েছে যে মানুষ বহন করা ড্রোন বাস্তবায়ন সম্ভব।”
চীনের ‘নিম্ন উচ্চতার অর্থনীতি’
এই উদ্যোগ চীনের তথাকথিত ‘নিম্ন উচ্চতার অর্থনীতি’র অংশ। এ প্রকল্পের অধীনে এক হাজার মিটার পর্যন্ত আকাশসীমায় যাত্রী ও পণ্যবাহী ড্রোন থেকে আয় করতে চায় দেশটি। চীনের সরকার এই খাতের উন্নয়নে আর্থিক প্রণোদনা এবং লাইসেন্স প্রদানের মাধ্যমে দ্রুত অগ্রসর হচ্ছে।
পাইলটবিহীন ড্রোন যাতায়াত ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। ভবিষ্যতে এটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে পারে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?