মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেনারেল মোটরস, ফোর্ড মোটর ও স্টেলান্টিসের প্রধানদের সঙ্গে আলোচনা শেষে উত্তর আমেরিকার গাড়ি শিল্পে এক মাসের শুল্ক অব্যাহতির ঘোষণা দিয়েছেন। সিএনবিসি’র প্রতিবেদনে জানা যায়, এই শুল্ক অব্যাহতি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) ট্রেড রুলস অব অরিজিন অনুসারে গাড়ি উৎপাদনকারী দেশ হিসেবে বিবেচিত গাড়ির ওপর প্রযোজ্য হবে।
যেসব গাড়ি ইউএসএমসিএ রুলস অনুসরণ করে, সেগুলোর জন্য মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান গাড়ি কোম্পানির প্রধানরা। এর ফলে, আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হওয়া পূর্বঘোষিত শুল্কের পরিবর্তে এক মাসের জন্য শুল্ক অব্যাহতি দেয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, এই সিদ্ধান্তের ফলে ইউএসএমসিএ সম্পর্কিত কোম্পানির অনুরোধে এক মাসের জন্য শুল্ক অব্যাহতি প্রদান করা হচ্ছে।
'বিগ থ্রি' অটোমেকার কোম্পানি আমেরিকান অটোমোটিভ পলিসি কাউন্সিল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ইউএসএমসিএ কনটেন্টের উচ্চ মানদণ্ড পূরণ করা যানবাহন ও যন্ত্রাংশ শুল্ক থেকে মুক্তি পাওয়া উচিত।
ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন জেনারেল মোটরের সিইও মেরি ব্যারা, স্টেলান্টিসের চেয়ারম্যান জন এলকান, ফোর্ডের সিইও জিম ফার্লি ও চেয়ারম্যান বিল ফোর্ড।
হোয়াইট হাউজের ঘোষণার পর, বিগ থ্রি কোম্পানির শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্টেলান্টিসের শেয়ারদর ৯ দশমিক ২ শতাংশ, জেনারেল মোটরসের শেয়ারদর ৭ দশমিক ২ শতাংশ এবং ফোর্ডের শেয়ারদর ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?