clock ,

খুঁজে পাওয়া যাচ্ছে না চট্টগ্রাম আদালতের ১,৯১১টি মামলার নথি

খুঁজে পাওয়া যাচ্ছে না চট্টগ্রাম আদালতের ১,৯১১টি মামলার নথি

চট্টগ্রাম আদালতের ,৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) খুঁজে পাওয়া যাচ্ছে না। আইনজীবীদের মতে, হত্যা, মাদক, চোরাচালান এবং বিস্ফোরণের মতো গুরুত্বপূর্ণ মামলার এই নথিগুলো বিচারিক কার্যক্রমের জন্য অত্যন্ত জরুরি। নথি ছাড়া অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়বে।

নথি হারিয়ে যাওয়ার ঘটনায় রোববার নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া।

জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের মামলার নথি সংরক্ষিত ছিল। জায়গার অভাবে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে নথিগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় কার্যালয়ের সামনের বারান্দায় রাখা হয়। তবে আদালতের অবকাশকালীন ছুটির সময় ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অনেক চেষ্টা করেও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

পিপি মফিজুল হক ভূঁইয়া বলেন, “কে বা কারা এই নথি নিয়ে গেছে, তা আমরা জানি না। এত গুরুত্বপূর্ণ নথি বারান্দায় কেন রাখা হয়েছিল?” তিনি জানান, “আমি কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি। নথি রাখার জন্য পর্যাপ্ত কক্ষের অভাব রয়েছে। কক্ষ বরাদ্দ চাওয়া হয়েছিল, কিন্তু এখনও পাইনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, নথি হারানোর ঘটনায় করা জিডি তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপির কার্যালয় অবস্থিত। কার্যালয়ের পাশেই মহানগর দায়রা জজ আদালতের এজলাস এবং বিচারকদের খাসকামরা। প্রতিদিন আইনজীবী বিচারপ্রার্থীদের ভিড়ে সরব থাকে আদালত ভবন, তবে সন্ধ্যার পর নিরাপত্তা জোরদার থাকার কথা।

এত গুরুত্বপূর্ণ নথি আদালতের বারান্দা থেকে কীভাবে হারিয়ে গেল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইনজীবীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য