বর্তমানে এক-এগারোর মতো বিরাজনীতিকরণের পরিকল্পনার ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাতীয় সংলাপে তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করেন। সংলাপটি আয়োজন করে 'স্কুল অব লিডারশিপ ইউএসএ' নামের একটি সংগঠন, যার মূল বিষয় ছিল 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই'।
মঈন খান বলেন, "এক-এগারোর যে পরিকল্পনা, বিরাজনীতিকরণ - সেই সমস্যার ছায়া আজ নতুন করে ফিরে এসেছে। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি, সেই একই কৌশলের পুনরাবৃত্তি হচ্ছে। যদি এমনটাই হয়, তাহলে আমাদের এই সংলাপের মূল উদ্দেশ্য, সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচনের আলোচনা, একেবারেই বৃথা হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন নিয়ে যে সংস্কারের দাবি উঠছে, তা প্রক্রিয়াগতভাবে চলমান বিষয়। মঈন খানের ভাষায়, "সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা চলতেই থাকবে। সংস্কার শেষ করে তারপর নির্বাচন—এমন অযৌক্তিক শর্ত আরোপ করলে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।"
সংলাপে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, "দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় নামলেই চলবে না, কাঠামোগত পরিবর্তন আনতেই হবে। জনগণের মন জয় করেই প্রকৃত নেতা হতে হবে। সত্যিকারের রাজনৈতিক সমতা নিশ্চিত করতে সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থী মনোনয়ন পাবে, তা রাজনৈতিক দলগুলোর পরিষ্কার করে জানানো উচিত।" দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, "এই মুহূর্তে দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাজনৈতিক দলগুলো এবার অবশ্যই প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে, নতুবা জনগণের আস্থা হারাবে।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?