clock ,

ঈদুল ফিতরে নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক

ঈদুল ফিতরে নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক

আসন্ন ঈদুল ফিতরে নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর শাখা থেকে এবার কোনো ফ্রেশ নোট পাওয়া যাবে না।

সূত্র জানায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ থেকে আপত্তি উঠেছে, যা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে সংক্রান্ত চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

তবে বাজারে বিদ্যমান শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট প্রচলিত থাকবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নতুন নকশার নোট বাজারে আনতে কাজ করছে, যা আগামী মাসের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকের শাখায় গচ্ছিত নতুন নোটগুলো বিনিময়ের পরিবর্তে সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করে নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এবার নতুন নোট পাবেন না বলে জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত , ২০ ৫০ টাকার নতুন নোট বিতরণ করা হবে। নির্ধারিত ব্যাংক শাখা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসব নোট বিনিময় করার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ করেই নতুন নোট বিতরণ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তবে বাজারে প্রচলিত নোট ব্যবহৃত হবে, এতে কোনো বাধা নেই।"

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য