বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’ পালনের জন্য জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন,“১৯৫২ সালে এ দেশের ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। শাসকগোষ্ঠীর দমন-পীড়নের মুখেও তারা পিছু হটেনি। সেদিন মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়, শহিদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ অনেকে। তাদের আত্মত্যাগ আজও জাতির হৃদয়ে অমলিন।বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের জাতীয়ভাবে আরও দায়িত্বশীল হতে হবে। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হবে এবং বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা শহিদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।”
জামায়াতের আমির বলেন,“দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করছে, যখন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে নতুন এক বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে। জনগণ এখন গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। যদিও নাগরিকদের সব মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি, তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ভোটাধিকারসহ সকল মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?