খাদ্যশস্য এবং চিনির দামের পতনের কারণে ২০২৪ সালে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম আগের বছরের [২০২৩] তুলনায় ২ দশমিক ১ শতাংশ কমেছে।
আজ এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।গত বছর এফএও-এর খাদ্যশস্য (সিরিয়াল) মূল্যসূচক ২০২৩ সালের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ কমেছে। আর চিনির মূল্যসূচক কমেছে ১৩ দশমিক ২ শতাংশ।
এ খাদ্যশস্যের (সিরিয়াল) তালিকায় আছে চাল, গম, রাই, ওটস, বার্লি, বাজরা ও ভুট্টা। এগুলো বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর প্রধান খাদ্য ।
তবে এ পতন উদ্ভিজ্জ তেলের মূল্যসূচকের ৯ দশমিক ৪ শতাংশ বাড়ার মাধ্যমে আংশিকভাবে পুষিয়ে গেছে।
জাতিসংঘের এফএও বিশ্বব্যাপী ব্যবসায়িক পণ্যের একটি নির্ধারিত সেটের আন্তর্জাতিক মূল্যের মাসিক এবং বৈশ্বিক পরিবর্তন পর্যবেক্ষণ করে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?