পুচংয়ের তামান মাওয়ারের একটি হোটেলে এক নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি নির্মাণকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডটি গত ৩১ ডিসেম্বর ঘটে। সেরদাং জেলার পুলিশ প্রধান এসিপি এ. এ. আনবালাগান জানিয়েছেন, ২৩ বছর বয়সী সন্দেহভাজনকে গতকাল বিকেল ৪.৩০টায় পুত্রজায়ায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ এক বিবৃতিতে আনবালাগান বলেন “প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি ভিকটিমের পরিচিত ছিলেন এবং তিনি হিংসার কারণে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন,” । তদন্তে সহায়তার জন্য সন্দেহভাজনকে ১০ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। মামলাটি হত্যাকাণ্ড হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, মামলাটি পেনাল কোডের ৩০২ ধারার অধীনে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এ ধারায় দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১২টি বেত্রাঘাতের শাস্তি হতে পারে।
গত মঙ্গলবার রাত ১০.১৫টায় পুলিশ একটি রিপোর্ট পায় যেখানে বলা হয়, হোটেল থেকে রক্তমাখা অবস্থায় ৩৯ বছর বয়সী একজন ইন্দোনেশীয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পূর্বে দুই বিদেশি গ্রেপ্তার
গত বুধবার সকালে বাজেট হোটেলের এক কর্মচারী ইন্দোনেশীয়
এক নারীর মরদেহ উদ্ধারের রিপোর্ট করার পর পুলিশ
আরও দুইজন বিদেশি নাগরিককে আটক করেছিল।
আনবালাগান জানান, ৩৯ বছর বয়সী ওই দুইজনকে ৬ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য সেরদাং হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?