clock

সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার

সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার

সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার। গত সপ্তাহে লেনদেনও ঠেকেছে তলানিতে। বিনিয়োগকারীরা দুষছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হুটহাট সিদ্ধান্তকে।

বিজয়ের মাসের দ্বিতীয় সপ্তাহ, ডিসেম্বরের ৮ থেকে ১২ তারিখ। প্রথম সপ্তাহের সঙ্গে তুলনা করলে এই পাঁচ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স কমেছে ৯১ পয়েন্ট।

শুধু সূচকের পতন না; সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে (৮ ডিসেম্বর) ডিএসইতে লেনদেন নেমেছে ২০০ কোটির ঘরে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বনিম্ন। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, বাইব্যাক আইন চালু না করা, মার্জিন ঋণ বহাল রাখা আর নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন সিদ্ধান্তে বাজারের এই বেহাল দশা।

ভালো কোম্পানির শেয়ারে অর্থলগ্নিকারীরাও পড়ছেন লোকসানে। তবে দীর্ঘমেয়াদে এসব কোম্পানির শেয়ারধারীরা লাভবান হবেন এমন প্রত্যাশা পুঁজির জোগান দেয়া প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদের।

আরও পড়ুন: ডিএসইর বাজার মূলধন হারাল আরও ১১ হাজার ২০৮ কোটি টাকা

তিনি বলেন, ভালো কোম্পানির শেয়ারগুলো পতন হলেও শতাংশের হিসেবে সেটি অনেক কম। ফলে ভালো কোম্পানির শেয়ারের দাম কমলেও দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা নেই।

বাজার প্রসঙ্গে আবু আহমেদ আরও বলেন, সুদিনের জন্য করতে হবে অপেক্ষা। জানান, দেশে সুদের হার কমে আসলে স্বাভাবিক হবে শেয়ারবাজার।

উল্লেখ্য, গত সপ্তাহে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ট্যানারি ও টেলিকম খাতে শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

Follow US

Top Categories

Recent Comment