clock ,

সিঙ্গাপুরে  যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সিঙ্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সিঙ্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধায় পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫। বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর-এর আয়োজনে প্রবাসী বাংলাদেশি এবং সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে আগত কূটনৈতিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।


জাতীয় সঙ্গীত পরিবেশনা ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের  মান্যবর হাইকমিশনার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি। এরপরে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। 


দিবসটি উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণীসমূহ পড়ে শোনানো হয়। হাইকমিশনার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি তাঁর বক্তব্যে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বায়ান্নোর ভাষা শহিদদের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহিদ ও ২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের শহিদদের প্রতি ও শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মাতৃভাষা হিসেবে বাংলা আজ বিশ্বের বুকে স্বগৌরবে প্রতিষ্ঠিত হলেও বিশ্বের বিলীয়মান ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সংগ্রাম এখনও শেষ হয়নি। পৃথিবী থেকে প্রতি বছরই কোন না কোন ভাষা বিলুপ্ত হচ্ছে। এর সাথে হারিয়ে যাচ্ছে অনেক ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। তিনি উল্লেখ করেন যে, বিশ্বব্যাপী মাতৃভাষার অধিকার আদায় ও সংরক্ষণে এবং নিজ নিজ ভাষা ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জাতি ও  নৃতাত্ত্বিক জনগোষ্ঠির সংস্কৃতি ও  ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই দিবসটি আমাদের উজ্জীবিত করে।  মাতৃভাষার অহর্নিশ চর্চার মাধ্যমে পৃথিবীর সকল জাতি গোষ্ঠি নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তৃতা শেষে তিনি বাংলাদেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

বিভিন্ন ভাষাভাষী শিল্পীবৃন্দদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য